American geophysical union(AGU) এর একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে অতিরিক্ত পরিমাণ হিমবাহ গলেছে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার কারণে যার ফলস্বরূপ পৃথিবীর অক্ষের স্থান পরিবর্তনের গতি ত্বরান্বিত হয়েছে পূর্ববর্তী দশকের তুলনায়।
বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে সেরকম কোনো তফাৎ আনবে না তবে আমাদের দিন এর দৈঘ্য কিছু মিলি সেকেন্ডের জন্য পরিবর্তন করবে।
পৃথিবীর অক্ষ কি?
পৃথিবীর অক্ষ সেই কাল্পনিক দন্ডাকার রেখা যাকে কেন্দ্র করে পৃথিবী অবিরাম ঘুরছে, অনেকটা আমাদের ছোটবেলাকার খেলনা লাট্টু এর মত। যেখানে পেরেকটি হলো অক্ষ এবং তাকে কেন্দ্র করে লাট্টু ভনভন করে ঘুরছে যেরকম পৃথিবী ঘোর যার কারন দিন রাত্রি হচ্ছে।
এবং এই কাল্পনিক রেখার উত্তর দিকটা আমরা উত্তর মেরু এবং দক্ষিণ দিককে দক্ষিণ মেরু নামে অভিহিত করি। এই অক্ষ পরিবর্তন হয় পৃথিবীর ওজনের ভারসাম্যের তারতম্যের উপর। অনেকটা লাট্টুর একদিকে যদি ওজন বেড়ে যায় সেটি কাত হয়ে যায় সেরকম ভাবেই পৃথিবীর অক্ষ একদিকে কাত হতে থাকে একেই অক্ষের পরিবর্তন বলে।
নাসার গবেষণা অনুযায়ী পৃথিবীর অক্ষ প্রতি বছরে 10 সেন্টিমিটার করে পরিবর্তনশীল অর্থাৎ এক শতকে ইহা 10 মিটার পরিবর্তন করে। প্রধানত অক্ষের পরিবর্তন আমাদের পৃথিবীর জল স্তর ,হিমবাহ ,সমুদ্র এইসবের প্রভাবে অক্ষ পরিবর্তন হয় কিন্তু বর্তমানে ক্লাইমেট চেঞ্জ এই পরিবর্তনে অংশগ্রহণ করছে।
১৯৯০ সাল থেকে লক্ষ লক্ষ টন বরফ গলে জলে পরিণত হয়েছে এবং যা পৃথিবীর জলস্তর কে ত্বরান্বিত করেছে, যা পৃথিবীর অক্ষ কে একটি নতুন দিকে পরিবর্তিত করেছে।১৯৮১ থেকে ১৯৯৫ পর্যন্ত পৃথিবীর গড় পরিবর্তন যা ছিল ১৯৯০ থেকে ২০২০ এর মধ্যে তা ১৭ গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অনেক বিশেষজ্ঞরা বলছে ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার এছাড়া উত্তর ও দক্ষিণ মেরুতে প্রচুর পরিমাণে বরফের গলন পরোক্ষভাবে এই পরিবর্তন এর জন্য কিছুটা হলেও দায়ী।