breaking

Tuesday, 4 May 2021

কে আগে মাটিতে পড়ে ১ কেজির বল না ১ গ্রামের  বল ?

প্রশ্নটা শুনে বড়ই অদ্ভুত মনে হতে পারে ! এটা আবার প্রশ্ন নাকি, খুব স্বাভাবিকভাবে যে জিনিসটা বেশি ভারী সেটা আগে মাটিতে  পড়বে। হ্যাঁ, আমরা আমাদের বাস্তব জীবন থেকে এটাই বুঝতে পারি।
বিশিষ্ট গ্রিক দার্শনিক  অ্যারিস্টোটল ( ৩৮৪ খ্রিস্টপূর্ব- ৩২২ খ্রিস্টপূর্ব)  ও  বলেছিলেন,  ভারী বস্তু হালকা বস্তুর চেয়ে আগে মাটিতে পড়বে  এবং তার গতিবেগ এই বস্তুটির ভরের সমানুপাতিক। অর্থাৎ কোন বস্তুর ভর যত বেশি সে ততো দ্রুতবেগে মাটিতে পড়বে ।এটা আমরা আমাদের সাধারন অভিজ্ঞতা থেকে উপলব্ধি করতে।                        অ্যারিস্টোটল
কিন্তু যদি বলি, ১ কেজির বল আর ১ গ্রামের বল দুটোই একই সাথে ও  মাটিতে পড়তে পারে !!  কি পাগল ভাবছেন তো ? আসলে, অ্যারিস্টোটলের পরবর্তী সময়ে ইতালিয় গণিতবিদ, পদার্থবিদ্ , গ্যালিলিও গ্যালিলি (১৫৬৪-১৬৪২)  একটি পরীক্ষার মাধ্যমে বলেছিলেন যে,  যদি বাতাস বা অন্য কোনো মাধ্যম না থাকে,  তাহলে একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তুকে যদি একই সময়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা সবাই একই সময়ে মাটি স্পর্শ করবে।
                     গ্যালিলিও গ্যালিলি
কি বিশ্বাস হচ্ছে না তো ! কিন্তু এটাই সত্যি। হ্যাঁ আসলে আমরা সব সময় বায়ু মাধ্যমের (সাঁতার কাটার সময় জলের  নিচে গেলে, জলীয় মাধ্যম) মধ্যে  রয়েছি,  আমরা কখনোই মাধ্যম শূন্য অবস্থায় অভিজ্ঞতা করি নি।  তাই  বাতাস বা মাধ্যম না থাকলে,  বিভিন্ন ভরের বস্তু যে একই সময় মাটিতে পড়তো এটা উপলব্ধি করা সত্যিই কঠিন। গ্যালিলিও কোন রকমের থিওরিটিক্যাল প্রমাণ দিতে না পারলেও, পরবর্তী কালে, বিশিষ্ট পদার্থবিদ আইজ্যাক নিউটন(১৬৪২-১৭২৬) এর  মহাকর্ষ সূত্র এবং এবং পদার্থের গতিবিদ্যা এর সূত্রের মাধ্যমে গ্যালিলিও বক্তব্যটি প্রমাণ করা যায়। বর্তমান যুগে, ১৯৭১ সালে নাসা থেকে পাঠানো অ্যাপোলো ১৫ এর অ্যাস্ট্রোনট ডেভিড স্কট, গ্যালিলিওর পরীক্ষাটি চাঁদে করেছিলেন একটি পালক ও হাতুড়ি দিয়ে, তিনি দেখান, পালক এবং হাতুড়ি দুটোই একই সাথে বাতাসহীন চাঁদের মাটিতে পড়ছে। 
                  
অ্যাপোলো ১৫ কমান্ডার ডেভিড স্কট, একটি হাতুড়ি এবং একটি পালক ফেলছেন এবং একই সাথে চাঁদের মাটি স্পর্শ করছে