breaking

Wednesday, 5 May 2021

রোগীর জন্য "অক্সিজেন কনসেনট্রেটর" কেনার পূর্বে যা জানা দরকার...

২৮এ এপ্রিল ভারত সরকার ঘোষণা করেছে যে 1 লক্ষ অক্সিজেন কনসেনট্রেটর সেই সমস্ত রাজ্যগুলিকে বন্টন করবে যেখানে অক্সিজেন সিলিন্ডারের অভাব দেখা দিয়েছে যা ক্ষনিকের হলেও অক্সিজেনের অভাব দূর করবে। অক্সিজেন সিলিন্ডার এর অভাব চিকিৎসা তে ব্যবহৃত একটি পরোক্ষ যন্ত্র অক্সিজেন কন্সেন্ট্রেশন এর গুরুত্ব বুঝিয়ে দিয়েছ। এটি যে কেউ বাড়িতে বা কোন যান্ত্রিক সাহায্য ছাড়াই চালিত করতে পারবে রোগীকে অক্সিজেন সরবরাহ করার জন্য তবে কিছু জিনিস মেনে চলতে হবে।

অক্সিজেন কনসেনট্রেটের কারা ব্যবহার করবে?
প্রধানত যারা খুবই গুরুতর রোগী নয়, যাদের অক্সিজেন লেভেল ৯০ থেকে ৯৪ এর মধ্যে তাদের অক্সিজেন কনসেনট্রেট সাহায্য করবে কিন্তু যাদের অক্সিজেন লেভেল এর থেকেও কমে ৮০-৮৫ হয়ে গেছে তাদের বেশি অক্সিজেন সরবরাহ এর জন্য সিলিন্ডার এর ব্যবহার করতে হবে তখন এই কনসেনট্রেটর ব্যবহার উপযুক্ত হবে না।
কভিদ-১৯ এর বাতাসে অক্সিজেনের পরিমাণের অনুপাত উপযুক্ত নয় তাই সঠিক অক্সিজেনের পরিমাণ এর জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার প্রয়োজন।

মনে রাখতে হবে
১) কনসেনট্রেটর সব সময় তড়িৎ প্রবাহ বজায় থাকতে হবে।
২) অক্সিজেন লেভেল ৮০ এর নিচে নেমে গেলে কনসেনট্রেট এর ব্যবহার থেকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের দিকে হাত বাড়াতে হবে।
৩) লক্ষ্য রাখতে হবে অক্সিজেনের সরবরাহ রোগী ঠিক অবস্থায় আছে নাকি খারাপ এর দিকে যাচ্ছেন।
৪) যেই ঘরে এটি রাখা হবে সেখানে জানলা-দরজা অবশ্যই খোলা রাখতে হবে বাতাস প্রবাহের জন্য।
কনসেনট্রেটের এর প্রকারভেদ
প্রধানত কনসেনট্রেটের দুই প্রকারের হয় ১) স্টেডি ফ্লো ২) পালস ডোজ 
স্টেডি ফ্লো কনসেনট্রেটের এর ক্ষেত্রে অক্সিজেনের সরবরাহ যন্ত্র শুরুর প্রথম থেকে শেষ পর্যন্ত একই মাত্রায় হতে থাকে কিন্তু পালস ডোজ কনসেনট্রেটর ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ নির্ভর করে রোগীর অক্সিজেন গ্রহণের নমুনার ওপর অর্থাৎ স্তেডি ফ্লও এর ক্ষেত্রে রোগী অক্সিজেন গ্রহণ করুক বা না করুক অক্সিজেন সরবরাহ হতে থাকবে কিন্তু এক্ষেত্রে রোগী নিঃশ্বাস বেশি নিলে অক্সিজেনের সরবরাহ বাড়বে নিঃশ্বাস কম নিলে অক্সিজেন সরবরাহ করবে যখন নিঃশ্বাস নেবেনা তখন অক্সিজেন সরবরাহ বন্ধ থাকবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়
এই যন্ত্রের মাধ্যমে 1 লিটার বিশুদ্ধ অক্সিজেন ফুসফুসে পাঠালে অক্সিজেন লেভেল বৃদ্ধি পায় প্রায় 24 শতাংশ দু'লিটার পাঠালে 28 শতাংশ
10 লিটার পাঠালে 60 শতাংশ।
একটি কনসেনট্রেটর প্রতি মিনিটে ০.১ লিটার অক্সিজেন থেকে 10 লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে। এখন রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ কে নিয়ন্ত্রন করতে হবে। এর জন্য একটি পালস অক্সিমিটার প্রয়োজন।
একজন উৎপাদনকারী বলেছেন এই যন্ত্র যত তাপ তৈরি হবে ততো অক্সিজেনের গুনমাত্রা কমবে, তাই রোগীর প্রয়োজন অনুযায়ী এই যন্ত্র চালিত করে অক্সিজেন সরবরাহ করতে হবে।

একটি এরূপ যন্ত্রের দাম ৪০০০০ থেকে 1,50,000 প্রযন্ত হতে পারে।
কিছু প্রস্তুতকারী ও আমদানি কারি কোম্পানি হলো
Phillips, BPL Medical Technologies Ltd, Invacare, AirSep corporation, SS Technologies, Oshocorp Global Pvt Ltd, Medtronic, Inogen, Nidek Medical, Chart Industries
এদের মধ্যে কেউ কেউ প্রস্তুত করে কেউ কেউ বাইরের দেশে থেকে আমদানি করে এদেশে বিক্রি করে।