ওই ওয়েবসাইট পেজ একটি ভুয়ো অ্যাপ ' ভ্যাকসিন রেজিস্ট্রার' নামক ফোনে ইন্সটল করার চেষ্টা করবে।যেটি হুবহু cowin অ্যাপ এর মত দেখতে লাগলেও এইটি ভুয়ো
বর্তমানে আসল কো-উইন অ্যাপটিতে নানা রকম সমস্যা দেখা দিয়েছে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, ইহা মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে আর এই সমস্যার সুযোগ নিতে চাইছে কিছু মানুষ ভুয়ো অ্যাপ ছাড়ানোর মাধ্যমে।
কি সমস্যা হতে পারে এই অ্যাপ ইন্সটল করে ফেললে..!!
প্রথমত এই অ্যাপ থেকে আসলে কি ক্ষতি হয় সেটি জানা যায় নি, তবে বিশেষজ্ঞদের মতে -
১)আপনার কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার পরিচিত নম্বর , ইমেইল এইগুলো নিয়ে নিতে পারে।
২) ফোন কোনো ব্যাংক ডিটেলস থাকলে তাহা নিতে পারে।যেরকম ATM card ডিটেলস বা upi পিন ডিটেলস।
৩) এসএমএস otp এর মাধ্যমে আপনার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিতে পারে।
৪) এছাড়া আপনার পার্সোনাল ডিটেলস বা কোনপ্রকার ফোটো চুরি করতে পারে।
এই সম্ভাব্য জিনিস গুলো হতে পারে ।
Lukas Stefanko প্রথম এই সমস্যাটি লক্ষ্য করেন। ইন্টারনেট সিকিউরিটি কর্মরত ইনি এই ভুয়ো এসএমএস লক্ষ্য করেন এবং "ইহা ভারতীয় মানুষদের উদ্দেশে এই ভুয়ো জিনিস তৈরি করা হয়েছে" বলেছেন তিনি।
এখন করণীয় কি?
সবাইকে সচেতন হতে হবে যে cowin এবং আরোগ্য সেতু অ্যাপ ছাড়া আর কোথাও ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন হচ্ছে না।
কিছু অন্যান্য ওয়েব সাইট বা অ্যাপ আছে যা হয়তো আপনার এলাকার খালি বেড সংখ্যা বা কত টিকা আছে এই গুলোর আপডেট দিতে পারে কিন্তু কোনো ভাবেই ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সক্ষম নয়।
কেউ এরকম কোনো মেসেজ পেলে তাতে উপস্তিত লিংক ক্লিক করা থেকে বিরত থাকুন এবং এই প্রকার জিনিস প্রচার করা বন্ধ করুন এবং অন্যকেও সচেতন করুন।
আপনার নিকটবর্তী হসপিটাল বা টিকা করন সেন্টারে গিয়ে ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করুন যাহা সবচে নিরাপদ ।