breaking

Saturday, 1 May 2021

ভোট শেষ হতেই জারি বিধিনিষেধ

অনুমান আগে থেকে ছিল। ভোটদান পর্ব মিটতেই কোভিদ সংক্রমণে রাশ টানতে বেশকিছু গতিবিধিতে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফার ভোট নিয়েছে। শুক্রবারে নির্দেশিকা দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও জমায়েত বন্ধ করেছে। নিত্যপ্য়োজনীয় বাজারের সময় বেঁধে দিয়েছে তবে এই নির্দেশিকা থেকে ছাড়া পেয়েছে ওষুধের দোকান মুদি দোকান।



                   এদিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর ওই নির্দেশিকায় বলা হয়েছে শপিং মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁঁ, বার ,ক্রীড়া কেন্দ্র ,জিম ,স্পা ,সাঁতারের পুকুর বন্ধ থাকবে। নিয়ন্ত্রণ আনা হচ্ছে সামাজিক-সাংস্কৃতিক পড়াশোনা বিনোদন ও অন্যান্য জমায়েতে তবে অনলাইন পরিষেবা হোম ডেলিভারিতে কোন নিষেধাজ্ঞা থাকছে না। সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত এবং বিকেলে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বাজার হাট খোলা থাকবে। তবে নিয়ন্ত্রণের বাইরে জরুরী পরিষেবা চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত দোকান এবং মুদিখানা।

                                                       
                          এই ভাবনাচিন্তা শুরু করে প্রশাসন ভোট পর্ব চলাকালীন কিন্তু ভোটের এতগুলি দফা বাকি থাকায় তা কার্যকর করতে অসুবিধা হচ্ছিল।
                     নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে এই সমস্ত বিধি নিষেধ অমান্য হলে বিপর্যস্ত ব্যবস্থাপনা আইন (২০০৫) এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় পদক্ষেপ করবে প্রশাসন। তবে ঠিক কতদিন এই বিধি নিষেধ জারি থাকবে তা প্রশাসন জানাতে নারাজ, যতদিন না অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে আছে ততদিন এই 2019 এর জারি থাকবে, অবস্থা আরও গুরুতর হলে বিধিনিষেধ আরো কঠোর হবে।